স্টাফ রিপোর্ট :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। রোববার প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আবুল মুকিত মাহমুদ মোকাদ্দেছ এ ঘোষণা দেন।
তফসিল অনুযায়ী, শাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। খসড়া ভোটার তালিকা ২০ নভেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা ২৩ নভেম্বর প্রকাশিত হবে। মনোনয়নপত্র বিতরণ শুরু হবে ২৪ নভেম্বর, যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা ২৭ নভেম্বর প্রকাশিত হবে এবং ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ থাকবে। চূড়ান্ত প্রার্থী তালিকা ২ ডিসেম্বর প্রকাশিত হবে।
হল সংসদ নির্বাচনের তারিখও একই তফসিল অনুযায়ী অনুষ্ঠিত হবে। এদিকে শাকসু নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে ছাত্রশিবিরসহ কিছু সংগঠন শুক্রবার রাতের বিক্ষোভে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবরুদ্ধ করে রাখে। ছাত্রদলের পক্ষ থেকে ১৭ ডিসেম্বর ভোটের প্রশাসনিক সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।


