নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আওতাধীন আঞ্চলিক বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় চারটি প্রতিষ্ঠানের মোট ২১০ শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে একজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো- আল নূর কিন্ডারগার্টেন, উলুয়াটি আদর্শ কিন্ডারগার্ডেন, রাজঘাট ইসলামিক কিন্ডারগার্টেন ও নতুন কুঁড়ি কিন্ডারগার্টেন। প্লে থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আক্তার খানম।
এই বৃত্তি পরীক্ষার সভাপতি ছিলেন আল নূর কিন্ডারগার্ডেনের পরিচালক আবু সুয়েম ভূঁইয়া এবং পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন নতুন কুঁড়ি কিন্ডারগার্টেনের পরিচালক মেজবা উদ্যোজা। হল সুপার ছিলেন রাজঘাট ইসলামিক কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মাহি হাসান মাসুদ এবং সহকারী হল সুপার ছিলেন উলুয়াটি আদর্শ কিন্ডারগার্ডেনের শিক্ষক মোহাম্মদ ওয়াজেদ আলী।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এসোসিয়েশনের সভাপতি জসিম উদ্দিন আহমেদ খোকন বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে বৃত্তি পরীক্ষার ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ শিশুদের আত্মবিশ্বাস ও দক্ষতা বাড়ায়। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী সমান সুযোগ পাক এবং নিজেদের যোগ্যতা যাচাইয়ের মাধ্যমে সামনে এগিয়ে আসুক।
তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষার ভিত্তি আরও শক্তিশালী করতে অভিভাবক, শিক্ষক ও প্রতিষ্ঠানের সমন্বয় অপরিহার্য। ভবিষ্যতে বৃত্তি পরীক্ষা আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হবে।


