ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমানের বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ঝালকাঠির প্রেসক্লাবে কাজী খলিলুর রহমান মিলনায়তনে তাকে ফুলের শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও সংবর্ধনা দেন প্রেসক্লাবের সদস্যরা। 
একজন সৎ যোগ্য ও মানবিক জেলা প্রশাসক ছিলেন আশরাফুর রহমান বলে মন্তব্য করে বক্তারা বলেন, মাত্র ১ বছর ২ মাসে তিনি জেলার সকলের কাছে একজন আস্থার প্রতীক হিসেবে পরিচিত লাভ করেন।তিনি প্রতিটি মানুষের কথা শুনতেন, তাদের সমস্যা সমাধান করতেন।বিশেষ করে প্রতি সপ্তাহের একদিন সাধারণ মানুষের কথা শুনতেন। গরীব অসহায় মানুষের সাহায্য করতেন।তিনি উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবায় যে নিষ্ঠা ও আন্তরিকতা দেখিয়েছেন, তা স্মরণীয় হয়ে থাকবে।এসময় তারা সুস্বাস্থ্য ভবিষ্যৎ সাফল্য কামনা করেন ডিসির।
বিদায়ী জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন,আপনারা আমাকে অনেক শ্রদ্ধা করতেন।আমি ক্ষুদ্র একজন মানুষ। আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে এখানের মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি।আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে জনগণের সেবা করতে,এখানের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করেছি।
সাংবাদিকরা সংবাদ দিয়ে, পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। আপদের সহযোগিতায় আামার উপর দায়িত্ব পালন করেছি।কাজ করতে গেলে অনেক ভুল হতেই পারে আমারও ভুল হতে পারে। তাই সবাই ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদারের সঞ্চালনায়
বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক কাওসার হোসেন
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাবেক সভাপতি মাওলানা আব্দুর রশিদ, দৈনিক দূরযাত্রা পত্রিকার সম্পাদক জিয়াউল হাসান পলাশ,টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল আলম টুটুল প্রেস ক্লাবের সদস্য দুলাল সাহা,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা,সদস্য আতিকুর রহমান।
বিদায়ী জেলা প্রশাসক সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে পদোন্নতি পান। বর্তমানে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক মো. মমিন উদ্দিনকে ঝালকাঠির নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।