নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে ইসলামী সংস্কৃতির বিকাশ এবং তরুণ প্রজন্মকে ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে হামদ-নাত ও কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কিরাত, হামদ ও নাত বিভাগে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় বিজয়ীদের নিয়ে আগামীকাল (১৩ নভেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদ আল জামানের উপস্থিতিতে একটি মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। উপস্থিত ছিলেন, নেত্রকোনা-৩ আসনের জামায়েত মনোনীত প্রার্থী অধ্যাপক খাইরুল কবির নিয়োগী, কেন্দুয়া উপজেলা জামায়াত সভাপতি সাদেকুল ইসলাম, কেন্দুয়া উপজেলার প্রাক্তন ভাইস চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেস বাঙালি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ধর্মীয় ব্যক্তিত্ব ও সুধীজন।
বক্তারা বলেন, ইসলামী সংস্কৃতি জাতির নৈতিক উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় চেতনা ও নৈতিক মূল্যবোধ জাগিয়ে তুলতে এ ধরনের আয়োজনের কোনো বিকল্প নেই।


