জলঢাকা: সারাদেশের মতো নীলফামারীর জলঢাকায়ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। গতকাল (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বিপ্লব ও সংহতি দিবস দেশের গণতন্ত্রের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন।
বক্তারা এ সময় গণতান্ত্রিক মূল্যবোধ ও জাতীয় ঐক্য রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জেলা সদস্য আকবর হোসেন, আলহাজ্ব সৈয়দ আলী, আহমেদ সাঈদ চৌধুরী ডিডু, রশিদুল ইসলাম বাঙালি, রেদোয়ান বাবুসহ দলীয় নেতাকর্মীরা।
এছাড়া ও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ জোয়াদ্দার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক সাজু, সদস্য সচিব শাহিনুর হক বাবু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান কবির লেলিন, সদস্য সচিব আলমগীর হোসেন এবং পৌর যুবদলের আহ্বায়ক শেখ শাদী লাবলু প্রমুখ।


