ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ময়মনসিংহের ভালুকায় বইছে নির্বাচনী হাওয়া। রাজনৈতিক মাঠে এখন উত্তাপ ছড়াচ্ছে বিএনপির প্রাণবন্ত ও ধারাবাহিক প্রচারণা। রাত পেরিয়ে ভোরের আলো ফোটার আগেই শুরু হওয়া সেই প্রচারণা বুধবার (৫ নভেম্বর) রাতে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে পরিণত হয় জনসম্পৃক্ততার এক অনন্য দৃশ্যে।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক জনতার মেয়র হিসেবে পরিচিত আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে অনুষ্ঠিত এই রাতের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, জহির রায়হান, শ্রী স্বপন বণিক, পৌর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর আমান উল্লাহ তাজুন, জাকারিয়া কামাল, পৌর শ্রমিক দলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রচারণার অংশ হিসেবে দলীয় নেতৃবৃন্দ ৩ নম্বর ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লা ঘুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।
তারা জনগণের আশা-আকাঙ্ক্ষা শোনেন, তুলে ধরেন বিএনপির প্রতিশ্রুতি ও আগামীর স্বপ্ন। সেই সঙ্গে আহ্বান জানান ধানের শীষে ভোট দিয়ে পরিবর্তনের পথে অংশ নেওয়ার জন্য। জনপ্রিয় নেতার উপস্থিতিতে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। মানুষের চোখে মুখে ছিল আশার আলো, আর মুখে মুখে ধ্বনিত হচ্ছিল পরিবর্তনের অঙ্গীকার “ভোট দিন ধানের শীষে”।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই নিয়মিত তৃণমূলভিত্তিক প্রচারণা ভালুকার নির্বাচনী মাঠে নতুন গতি এনে দিয়েছে। প্রতিদিনই নতুন তরুণ ও প্রথমবারের ভোটাররা যুক্ত হচ্ছেন দলের সঙ্গে, যা নির্বাচনী সমীকরণে যোগ করছে নতুন মাত্রা। ভালুকার ৩ নম্বর ওয়ার্ডে এই রাতের প্রচারণা তাই কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয় এটি ছিল বিশ্বাস, প্রত্যয় ও জনগণের সঙ্গে হৃদয়ের সংযোগের এক জীবন্ত প্রতিচ্ছবি।


