এইচ এম সিজার, নলছিটি।।
ঝালকাঠির নলছিটিতে সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
আজ শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত হাসপাতাল সড়কে অবস্হিত সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন। এ সময় ডাঃ সুব্রত দাস (এমবিবিএস, শেরে বাংলা মেডিকেল কলেজ, এক্স আরএমও, স্কয়ার হাসপাতাল, ঢাকা) ও ডাঃ ইসরাত জাহান (এমবিবিএস, গাইনী এন্ড অবস, শেরে বাংলা মেডিকেল কলেজ) ফ্রি চিকিৎসা সেবা দেন।
সেবা নিতে আসা রোগীরা জানান, সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর এ ধরনের সেবা মূলক উদ্যোগ আমাদের জন্য স্বাস্থ্য সেবায় মাইলফলক। এখানকার ডাক্তারগন ধৈর্য্য ধরে ও সময় নিয়ে রোগীদের কথা শুনছেন ও চিকিৎসা দিচ্ছেন। আমরা সন্তোষ্ট।
সেবা ডিজিটালের ব্যবস্হাপনা পরিচালক মোঃ নাসিম সরদার জানান, সেবা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার জনগণের সঠিক ও মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদানে বদ্ধপরিকর। এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মান শতভাগ নিশ্চিত করে দেয়া হয় যার কারনে চিকিৎসকগন জনগনকে চিকিৎসা সেবা সঠিক ভাবে দিতে পারেন।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইন চলাকালীন প্রায় ১৫০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।