মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস সার্ভিস মঙ্গলবার ১৪ই অক্টোবর থেকে চালু হয়েছে। মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, তাদের কলেজে যাতয়াতের সুবিধার্থে পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। এতে শিক্ষার্থীদের যাতায়াতের ওপর অনেকটা সহজ হয়ে উঠবে।
প্রস্তুতিমূলকভাবে বি.আর.টি.সি (বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন) এর সাথে চুক্তিবদ্ধ হয়ে, একটি দ্বিতল বাস মঙ্গলবার ১৪ই অক্টোবর থেকে চালু হয়েছে এবং নিমোক্ত সময় ও রুটে বাসটি নিয়মিত চলাচল করবে: রবি, সোমবার সকাল ৮টা থেকে কমলগঞ্জ উপজেলা থেকে শমসেরনগর, মুন্সিবাজার হয়ে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে এসে যাত্রা বিরতি। মঙ্গল-বুধ-বৃহস্পতিবার সকাল ৮ টায় শেরপুর হতে সরকার বাজার, কাজিরবাজার, নতুন ব্রিজ, কামালপুর, থানাবাজার, কুসুমবাগ, বেরীর পাড়, শাহমোস্তফা রোড হয়ে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাস পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্য: উল্লিখিত দিনগুলোতে দুপুর ১টা দশ মিনিটে কলেজ ক্যাম্পাস হতে নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে শিক্ষার্থীদের নিয়ে বাসটি ছেড়ে যাবে। শিক্ষার্থীদের অবশ্যই অত্র কলেজের ড্রেসকোড পরিধান করে যাতায়াত করতে হবে। বাস চলাচলের সময়সূচি পরিবর্তন হলে তা কলেজের নোটিশ বোর্ড ও অফিসিয়াল ফেইজবুক পেইজে অগ্রিম জানিয়ে দেওয়া হবে।