নিজস্ব প্রতিবেদক: “সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোনার কেন্দুয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালিত হয়েছে।
রবিবার (১৩ অক্টোবর) সকালে কেন্দুয়া উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী কাজী মাজহারুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ফায়ার সার্ভিস সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও পূর্বপ্রস্তুতির বিকল্প নেই। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং জনগণের সমন্বিত উদ্যোগই পারে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক ভূমিকা রাখতে।
আলোচনা সভা শেষে দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।