নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া পৌর এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমুল ইসলাম চৌধুরী।
রবিবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে কেন্দুয়া পশু হাসপাতালের সামনে এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, এসিল্যান্ড মহোদয় ভ্রাম্যমান আদালত নিয়ে ঘটনাস্থলে পৌঁছামাত্রই অধিকাংশ পশুখাদ্য ও ওষুধ ব্যবসায়ী দোকান বন্ধ করে দ্রুত স্থান ত্যাগ করেন।
অভিযান চলাকালে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ফিড লাইসেন্স না থাকার অভিযোগে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের অপরাধে ২০ ধারায় কেন্দুয়া সাউধপাড়া মোরে এস. এম. এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০০ টাকা সতর্কতামূলক অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নাইমুল ইসলাম চৌধুরী বলেন, ফিড বিক্রেতাদের অবশ্যই প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে লাইসেন্স গ্রহণ করতে হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে ফিড দোকান মালিক সমিতির সভাপতিকেও বিষয়টি জানানো হয়েছে।”
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে জনগণ মানসম্মত ও অনুমোদিত পশুখাদ্য ও ওষুধ পেতে পারে।
অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।