নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রামপুর কুবরীকান্দা যুব-উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে সদস্যদের মাঝে শীতকালীন সবজি বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে যুব-উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এ বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি ও উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সৌহার্দ্য দারিং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম এবং কলমাকান্দা প্রেস ক্লাবের সভাপতি শেখ শামীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম সাগর।
আয়োজনে ছিল- রামপুর কুবরীকান্দা যুব-উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, নাজিরপুর, সহযোগিতায় ছিলেন রামপুর কুবরীকান্দা যুব উন্নয়ন সমিতি ও রামপুর কুবরীকান্দা আদর্শ শ্রমজীবী সমবায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষির টেকসই উন্নয়নে বীজ বিতরণের এই উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং সদস্যদের আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করবে।
পরে প্রায় পাঁচ হাজার সদস্যের মাঝে শীতকালীন সবজির উন্নতমানের বীজ বিতরণ করা হয়।