নিজস্ব প্রতিবেদক: ‘আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’- এই প্রতিপাদ্যে নেত্রকোনার মোহনগঞ্জে উদযাপিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস।
বুধবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। সঞ্চালনায় করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূঁইয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন, উপজেলা ত্রাণ কর্মকর্তা মেহেদী হাসান মৃধা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসআই কামাল আহমেদ, পল্লী জীবিকা প্রকল্পের ব্যবস্থাপক কমলিকা দেব, সাংবাদিক এস এম সারোয়ার খোকন প্রমুখ।
বক্তারা বলেন, কন্যা শিশুরা আজ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের স্বপ্ন, সাহস ও মেধাকে মূল্যায়ন করে সমাজে সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে ইউএনও আমেনা খাতুন বলেন, কন্যা শিশুরা আমাদের ভবিষ্যতের শক্তি। তাদের শিক্ষায়, নিরাপত্তায় ও আত্মবিশ্বাসে বিনিয়োগ করলেই গড়ে উঠবে একটি সমৃদ্ধ বাংলাদেশ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও নারী উন্নয়নকর্মীরা অংশ নেন।