নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় মাওলানা রফিকুল ইসলাম (৫৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শুটিবাড়ী বাজারের পূর্ব পাশে ডিমলা-ডালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বুড়ির হাট গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি সম্মিলিত বন্দর খড়িবাড়ী ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার সহ-সুপার ছিলেন।
পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রফিকুল ইসলাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে শুটিবাড়ী বাজারের পূর্ব পাশে পৌঁছালে পাথর বোঝাই একটি ট্রলি পিছন থেকে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল হাকিম তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা হাসপাতালে ভিড় জমায়।
পরিবার ও সহকর্মীরা জানান, রফিকুল ইসলাম ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান শিক্ষক ও সংগঠক। তার মৃত্যুতে শিক্ষাঙ্গন ও রাজনৈতিক মহলে অপূরণীয় ক্ষতি হলো। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে এলাহি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলিটি আটক করার চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।