মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে “বেঁচে থাকার সকল মূল, গাছ লাগাতে না হয় ভুল” “ফলবৃক্ষ করব চাষ, কাটব না আর একটি গাছ” এই মূলমন্ত্রকে সামনে রেখে মানবতার সেবায় নিয়োজিত “প্রগতি সেবা ফাউন্ডেশন” এর উদ্যোগে ৪ শতাধিক সদস্যদের মাঝে থাই নারিকেল ও থাই সুপারীসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কালকিনি উপজেলার সাহেবরামপুর কার্যালয়ে এ গাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রগতি সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আসাদুজ্জামান জামাল মোল্লা।
প্রধান অতিথি প্রগতি সেবা ফাউন্ডেশন এর উত্তারত্তর সাফল্য কামনা করে সদস্যদের মাঝে স্বাগত বক্তব্য রাখেন। এসময় আরোও উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদিকা মিস. সুমি আক্তার, উপদেষ্টা পরিষদের সভাপতি মাস্টার আবুল হাসেম, সহ সভাপতি আল-মামুন হাওলাদার, মাহাবুব ইসলাম অপু, অহিদুল ইসলাম, শুপ্রভা অধিকারী, সকল কার্যকরী সদস্য সহ অন্যান্যরা।