রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলা বন্দরখড়িবাড়ী পোষ্ট অফিস পাড়ায় নতুন একটি মসজিদের উদ্বোধন করা হয়।
শুক্রবার(২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে বায়তুন নূর জামে মসজিদ’র উদ্বোধন করেন এলাকাবাসীরা।
এসময় উপস্থিত ছিলেন, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী,আসাদুজ্জামান বাবু, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। মসজিদে উদ্বোধনী নামাজে ইমামতি করেন মাওলানা মনিরুল ইসলাম।
এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। এলাকাবাসী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের ব্যক্তিগত সাহায্য সহযোগিতার মাধ্যমে মসজিদটি নির্মাণ করা হয়।