দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি-অনিয়মসহ বিভিন্ন সমস্যা দূর করতে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক কমিটি (সনাক)। প্রাথমিক শিক্ষার টেকসই মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত অধিপরামর্শ সভায় এই আহ্বান জানান সনাক সদস্যরা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল বেলা ১১টায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। টিআইবি-ঝালকাঠির সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাটি আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত।

সভায় ঝালকাঠির জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) মো: শাহিনুল ইসলাম মজুমদার বলেছেন, ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা দূরীকরণে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। অনিয়ম দূর করতে বিদ্যালয়গুলোতে পরিদর্শণ বাড়ানো হবে। জেলা ও উপজেলা পর্যায়ের সভাগুলোতে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের বিভিন্ন অভিযোগের বিষয়ে সতর্ক করা হবে। কারো বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগের প্রমান পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’

সভায় অংশগ্রহণকারীরা বলেন, ‘প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট সকলকে সরকারি সকল বিধি-বিধান, পরিপত্র মেনে কার্যক্রম পরিচালনা করা, যেকোনো ধরণের অনিয়ম, দুর্নীতি ও হয়রানীর বিরুদ্ধে প্রশাসনিক বা বিভাগীয় শাস্তির সম্মুখীন হতে হবে-এই বিষয়টি মাথায় রেখে সকলকে কাজ করতে হবে। এলজিইডি কর্তৃক ভৌত-অবকাঠামো নির্মান যেমন- শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওয়াশব্লক, নতুন ভবন নির্মান, বিদ্যমান ভবন বর্ধিতকরণ এবং অন্যান্য ক্ষুদ্র মেরামতের ক্ষেত্রে প্রাথমিক এস্টিমেট (আনুমানিক হিসাব এবং খরচ নির্ধারণ), দরপত্র, বরাদ্দপত্র ইত্যাদি ক্ষেত্রে স্বচ্ছতা আনয়নে সর্বত্র প্রকাশ করা নিশ্চিত করতে হবে। এবং উক্ত ভৌত অবকাঠামোগত কাজ শুরুর পূর্বে, পরবর্তীতে কাজের অগ্রগতি, কাজ সমাপ্তের পরে হস্তান্তরের সময় সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি), অভিভাবক-শিক্ষক সমিতি (পিটিএ) ও সামাজিক নিরীক্ষা কমিটিকে (স্যাক) এবং উপজেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে অবহিত করা নিশ্চিত করতে হবে। একটি স্বচ্ছ ও সক্রিয় তদারক কমিটির সুপারভিশনের মধ্যে রাখতে হবে।’

সভায় টিআইবি-সনাকের শিক্ষা বিষয়ক কার্যক্রমগুলোর বিস্তারিত তথ্য জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের নিকট তুলে ধরেন ঝালকাঠি সনাকের সদস্যরা। যেসকল প্রাথমিক বিদ্যালয়ে সনাকের কার্যক্রম পরিচালিত হচ্ছে সেসকল প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে ইতোপূর্বে গৃহিত পদক্ষেপগুলো সভায় তুলে ধরা হয়। সভায় জানানো হয়, টিআইবি’র বিশেষায়িত মোবাইল অ্যাপস ‘প্যাকট্যাপ’ ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানভিত্তিক অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সদস্যরা প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত কমিউনিটি মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন। এছাড়া বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি অ্যাকশন সভার মাধ্যমে তাঁদের বিভিন্ন মতামত বা পরামর্শ গ্রহণ ও তা বাস্তবায়নের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করা হয় বলেও সভায় তুলে ধরা হয়। কমিউনিটি মনিটরিং এবং কমিউনিটি অ্যাকশন সভা এর মাধ্যমে প্রাপ্ত ইস্যু বা সমস্যাগুলো সমাধানের জন্য পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে অ্যাডভোকেসী বা অধিপরামর্শ সভার মাধ্যমে উপস্থাপন ও বাস্তবায়নে উদ্যোগ গ্রহণের জন্য ফলোআপ করা হয় বলে সভায় জানানো হয়।

মূলত: সরকারি বিভিন্ন প্রজ্ঞাপন ও নীতিমালার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে বিদ্যালয়গুলোর কার্যক্রমে অধিকতর স্বচ্ছতা আনয়ন, শিক্ষার্থীদের শিক্ষার উপযোগী পরিবেশ তৈরীর মাধ্যমে প্রাথমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন করার লক্ষেই সনাকের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সভায় জানানো হয়। সনাকের অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) মাধ্যমে প্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম পরিচালিত হওয়ায় অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পেয়েছে বলে সভায় জানানো হয়।

প্রাথমিক শিক্ষার টেকসই মানোন্নয়নে সনাকের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়। প্রস্তাবনাগুলো হলো- বিদ্যালয়ের অপর্যাপ্ত অবকাঠামো এবং সুযোগ-সুবিধার অভাব, শিক্ষার্থীদের ঝড়েপড়াসহ অনিয়মিত উপস্থিতি, শিক্ষকদের অনিয়মিত ক্লাস নেয়া, শ্রেনীকক্ষে শিক্ষকদের মোবাইল ব্যবহারসহ পাঠদানে অনীহা, প্রয়োজনীয়/হালনাগাদ তথ্যের অভাব (বার্ষিক পরিকল্পনা, বাজেট বরাদ্দ ইত্যাদি), বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি কার্যকর করা, প্রতিবন্ধীবান্ধব অবকাঠামোর অভাব (র‌্যাম্প, ওয়াশ ব্লক ইত্যাদি), অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা কার্যকর করা ইত্যাদি।

ইতোপূর্বে সনাকের পক্ষ থেকে আরও কিছু প্রস্তাবনা দেয়া হয়েছিল। সেগুলোর বিষয়ে ফলোআপ করা হয়। হলো- শ্রেনীকক্ষের সংকট নিরসনে নতুন ভবন নির্মান বা ভার্টিক্যাল এক্সটেশন, নির্মান ও সংস্কারের জন্য বরাদ্দকৃত টাকার যথাযথ ব্যবহারের মাধ্যমে অনিয়ম রোধ, বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধার, স্লিপের টাকার যথাযথ ব্যবহার, শিক্ষার্থীদের উপবৃত্তি প্রাপ্তিতে সমস্যা নিরসন, খেলার উপযোগি মাঠ তৈরি, শিক্ষকদেরকে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিতি ও সঠিকভাবে পাঠদান নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ ইত্যাদি। প্রস্তাবকৃত বিষয়গুলো গুরুত্ব সহকারে বাস্তবায়নের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানানো হয়। প্রয়োজনে এসকল বিষয় উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপনের জন্য অনুরোধ জানানো হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ঝালকাঠির এরিয়া কোঅর্ডিনেটর মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (এডিপিইও) এ.আর.এম. মিজানুর রহমান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা (ইউইও) মো. রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এইউইও) একেএম আল মামুন, সনাকের শিক্ষা বিষয়ক উপকমিটির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম তালুকদার, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য তামান্না ইসলাম, সনিয়া আক্তার, মিতু আক্তার, অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সমন্বয়ক ফারজানা আক্তার, তানজিলা ও টিআইবি’র কর্মীবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version