নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চিরাং ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাজিউড়া উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।
তিনি শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে আসছে কিনা, পড়াশোনায় অমনোযোগী হচ্ছে কিনা, কিংবা তাদের সময় কীভাবে ব্যয় করছে- এসব বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। ছেলে-মেয়ের পড়াশোনার দায়িত্ব শিক্ষকের যেমন রয়েছে, তেমনি অভিভাবকেরও সমান দায়িত্ব রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. হিলালী বলেন, আমিও মফস্বল থেকে পড়াশোনা করেছি। কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় ও কেন্দুয়া সরকারি কলেজ থেকে পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং পরে ডক্টরেট ডিগ্রি অর্জন করি। আজ কেন্দুয়ার অসংখ্য ছেলে-মেয়ে দেশের গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করছে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে। তোমরাও পারবে। তোমরাই আগামী বাংলাদেশের কারিগর।
সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুল ইসলাম এবং পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভুইঁয়া মজনু, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সিনিয়র সহ-সভাপতি ও কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।