টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পড়াইখালি শহিদ আতাহার আলী যুব সংসদের আয়োজনে এক ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২০ সেপ্টেম্বর শনিবার বিকেলে পড়াইখালি মাঠে এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি’র থেকে টাঙ্গাইল আসনের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. রফিকুল ইসলাম।
হাজারো দর্শকের উপস্থিতিতে খেলাটি চরম উত্তেজনায়, হাবলা অরুণ সংসদ ২-১ গোলে জাঙ্গালিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ ও ম্যান অফ দা ম্যাচ খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন ডিআইজি মো. রফিকুল ইসলাম।