ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ ভালুকায় এক পরিবারের তিনজনের মুখে চেতনানাশক ঔষধ ছিটিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গেলো শুক্রবার রাতে পৌরসভার ফুজিবাড়ী এলাকায় মাহাবুল আলমের বাড়ীতে ঘটনাটি ঘটে।
ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুলিশ ধারণা করছে চুরির উদ্দেশ্যে দূর্বৃত্তরা বারান্দার গ্রিল কেটে ঘরে প্রবেশের পর এমন ঘটনা ঘটায়।
এদিকে ভুক্তভোগী পরিবারের দাবি ঘরে প্রবেশের পর পরিবারের সকলের মুখে চেতনানাশক ঔষধ ছিটিয়ে নগদ টাকা স্বর্নলংকার ও প্রয়োজনীয় জিনিস নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।