দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় টোক ইউনিয়নের ১৬ নম্বর কাঁশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭ সেপ্টেম্বর (বুধবার) টিফিনের সময় পার্শ্ববর্তী দোকান থেকে ‘আঁখি মিল্ক লজেন্স’ খাওয়ার কিছুক্ষণ পর ৮ জন স্কুল শিক্ষার্থী অসুস্থ হয়ে পরেন। অসুস্থ শিক্ষার্থীরা সবাই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, চকলেট খাওয়ার পর শিক্ষার্থীদের বমি হয়।

সহপাঠীরা ঘটনাটি প্রধান শিক্ষকে জানালে তিনি শিক্ষার্থী ‎শিহাব, চম্পা, সুবর্না, মিম আক্তার, মারিয়া, মিম ও সুমাইয়া সহ ৭ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তুহিন নামে অপর এক শিক্ষার্থীকে টোক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। কাঁশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না আক্তার জানান- পার্শ্ববর্তী জাহানারার দোকানের মিল্ক ক্যান্ডি লজেন্স খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং টোক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জনকে পাঠানো হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে অসুস্থ শিক্ষার্থীরা বাড়িতে ফিরে গেছে। সবাই আশঙ্কামুক্ত।

ধারণ করা হচ্ছে নিম্নমানের এবং অস্বাস্থ্যকর চকলেট খাওয়াতে এ ঘটনা ঘটে থাকতে পারে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ ভূইঁয়া জানান- বিদ্যালয়ের আশপাশে কোন দোকান থাকতে পারবে না। এ বিষয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করবো। যাতে ভবিষ্যতে আর এ ধরনের দুর্ঘটনা না ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম জানান- বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version