নিজস্ব প্রতিবেদক: দস্যুতার প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিক পিয়াস আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন হয়েছে। পিয়াস আহমদ দৈনিক বাংলাদেশ বুলেটিন এবং দৈনিক আলোকিত সকাল পত্রিকার নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্সসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা, সাংবাদিক পিয়াস আহমদের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তারা বলেন, সাংবাদিকের উপর হামলা মানে গণমাধ্যমের উপর হামলা। এমন ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। বক্তারা আরও বলেন সাংবাদিক পিয়াস আহমদ ও তার পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতার স্বাধীনতা রক্ষা করতে হবে সংবাদমাধ্যমের উপর যেকোনো হামলা প্রতিহত করতে রাষ্ট্রকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
এ মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।