দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের প্রয়াত অধ্যাপক আব্দুল মুঈদ-এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনের ৪৩৫ নং কক্ষে এই স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করে অর্থনীতি বিভাগ।

অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মিথিলা তানজিলের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. হারুন উর-রশিদ আসকারী, কেন্দ্রীয় মসজিদ ইমাম ও খতীব আশরাফ উদ্দিন খান সহ প্রয়াত প্রফেসরের স্বজন ও অর্থনীতি বিভাগের অন্যান্য শিক্ষক-সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।

স্মরণসভায় বক্তারা অধ্যাপক আব্দুল মুঈদ-এর শিক্ষাদান, গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি তার অসামান্য অবদান নিয়ে আলোচনা করেন। তার নিষ্ঠা, আন্তরিকতা ও ছাত্রবান্ধব মনোভাব স্মরণ করে আবেগাপ্লুত হন সহকর্মী ও শিক্ষার্থীরা।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মুঈদ স্যারকে চিনি। সকল কাজে উনি আমাকে পরামর্শ দিতেন সহযোগিতা করতেন। তাকে আমরা কতটুকু মূল্যায়ন করেছি জানি না তবে মূল্যায়ন করা উচিত। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যার কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। তিনি মানবতার মানুষ ছিলেন, তিনি বইয়ের জগতের মানুষ ছিলেন। নিজের কষ্ট উনি কারো কাছে শেয়ার করতেন না। উনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হয়েও কখনো দুর্নীতির সাথে জড়িত ছিলেন না। পৃথিবীতে যত গুনী ব্যক্তি ছিলেন সবাই খুব কম বয়সে মারা গেছেন। মুঈদ স্যারের মৃত্যু হয়েছে ৫ আগস্টের পরে। হয়ত আগস্ট পরবর্তী বাংলাদেশে মুঈদ স্যারকে মূল্যায়ন করার সক্ষমতা আমাদের ছিলো না। আল্লাহ আমার প্রিয় মুঈদ স্যারকে জান্নাতবাসি করুক। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

আলোচনা পর্ব শেষে প্রয়াত অধ্যাপকের আত্মার মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version