দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি-

মা-বাবার স্বপ্ন ছিল ছেলে চিকিৎসক হবে। সেই স্বপ্ন পূরণ করল, আবার নতুন বাসনা জাগাল বিসিএসের। নতুন স্বপ্নের পথে এগিয়ে বিসিএসেও সফলতা অর্জন করেছেন। তিনি হলেন নেত্রকোনার দুর্গাপুরের ডা. মিজানুর রহমান সানি। গতকাল বৃহস্পতিবার রাতে ৪৮তম বিশেষ বিসিএসে চূড়ান্ত ফল প্রকাশে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।

মিজানুর রহমান সানি দুর্গাপুর পৌর শহরের মোক্তারপাড়া এলাকার বাসিন্দা। তিনি আব্দুস সালাম ও অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী হালিমা খাতুন দম্পতির ছোট ছেলে। তার শিক্ষাজীবন শুরু হয় খালিশাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুল প্রাথমিক বৃত্তি অর্জনের মাধ্যমে মাধ্যমিক পর্যায়ে ভর্তি হন এম.কে.সি.এম. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে।

অষ্টম শ্রেণিতে পুনরায় ট্যালেন্টপুল বৃত্তি ও মাধ্যমিক পরীক্ষায় গোল্ডেন প্লাস অর্জনের মাধ্যমে উচ্চমাধ্যমিক পর্যায়ে সুসং সরকারি সরকারি কলেজ থেকে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তারপরেই বাবা-মায়ের স্বপ্ন পূরণের জন্য নিজেও চিকিৎসক হওয়ার পথে পা বাড়ান। ২০১৬ সালে ভর্তি হন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে। সেখান থেকে ২০২২ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে BCPS থেকে এফ.সিফি.এস পার্ট-১ কৃতিত্বের সাথে পাশ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে এফ.সিফি.এস পার্ট-২ অধ্যয়নরত আছেন।

বিসিএসের ফলাফল প্রকাশ হতেই বাবা-মা, আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবদের মধ্যে আনন্দের উৎসব শুরু হয়। স্বপ্ন পূরণের আনন্দ ভাগাভাগি করতে প্রতিবেশীদের মিষ্টি খাওয়াচ্ছেন মা-বাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলে অভিনন্দন বার্তা ও শুভেচ্ছা।

নিজের অর্জন সম্পর্কে ডা. মিজানুর রহমান সানি বলেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে এই সাফল্য এসেছে। বাবা-মায়ের স্বপ্ন পূরণ করেছি। আমি চাই আমার জ্ঞান ও সামর্থ্য দিয়ে মানুষের সেবা করতে। বিশেষ করে আমার দুর্গাপুরের মানুষদের সেবা করতে চাই। সকালের কাছে দোয়া চাই। এ খুশিতে আবেগাপ্লুত বাবা আব্দুস সালাম বলেন, আল্লাহ আমার মনোবাসনা কবুল করেছেন। আশা করি আমার ছেলের দ্বারা সর্বস্তরের জনগণ উপকৃত হবে। আমি সবার দোয়াপ্রার্থী।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version