দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জবি প্রতিনিধি:

দীর্ঘদিনের ছাত্র-শিক্ষকদের অবিরাম প্রতিবাদের ফলে আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এবং আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা থেকে অবৈধ দোকানপাট, লেগুনা স্ট্যান্ড ও বাসস্ট্যান্ড অপসারণের অভিযান শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এই কাজে সহযোগিতা করেছে জবি ছাত্রদল। আজ বৃহস্পতিবার জবি শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির পর আইনশৃঙ্খলা বাহিনী উচ্ছেদ কার্যক্রম শুরু করে।

যাতে সূত্রাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) সালাউদ্দিন উপস্থিত ছিলেন। জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে ছাত্রদলের নেতৃবৃন্দ এই কর্মসূচিতে অংশ নেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করেন। জবি এবং বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকায় সকাল ১১টায় শুরু হয় প্রতিবাদ সমাবেশ । প্রতিবাদ সমাবেশে জবি ক্যাম্পাস সংলগ্নে গড়ে উঠা অবৈধ বাসস্ট্যান্ড ও যত্রতত্র গড়ে উঠা টং দোকান অপসারণের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও অত্র এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ঐক্যবদ্ধ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে।

সমাবেশের পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নামে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে জবি ক্যাম্পাসের প্রধান ফটক থেকে বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকা পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবৈধ স্থাপনাগুলো অপসারণ করে জবি ছাত্রদলের নেতা কর্মীরা। জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল অভিযানের মাঝে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন “আমাদের লড়াইয়ের ফল আজ সামনে এসেছে।

এই অবৈধ দখলদারিত্ব শুধু যানজট সৃষ্টি করছে না, আমাদের নিরাপত্তা এবং শিক্ষামূলক পরিবেশকেও ধ্বংস করছে। প্রশাসনের সহযোগিতায় এই অভিযান সফল হয়েছে এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে, এই এলাকাকে একটি নিরাপদ, পরিষ্কার শিক্ষাকেন্দ্রিক স্থানে রূপান্তরিত করব।

ভবিষ্যতে এমন কোনো অবৈধতা আর স্থান পাবে না।” এ সময় উচ্ছেদ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, রবিউল আউয়াল, সজল মিয়া তৌহিদ চৌধুরী,,শাহীনুর ইসলাম টিটু মোজাম্মেল হক ডেনি ,ইমন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version