দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সরকারি কলেজের সামনে কলেজছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে দুই কিশোরকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বুধবার (১০ই সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কলেজ ছুটি হলে কলেজগেটের সামনে কয়েকজন শিক্ষার্থী অবস্থান করছিলেন। এ সময় ওই দুই কিশোর এক ছাত্রীকে উত্ত্যক্ত করতে থাকে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে।

পরে তারা উত্তেজিত হয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করলে আশপাশের জনতা ক্ষিপ্ত হয়ে উঠে তাদের গণপিটুনি দেয় এবং পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় উপস্থিত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কলেজগেটসহ শহরের বিভিন্ন স্পটে প্রায়ই ছাত্রীদের ইভটিজিংয়ের মত ঘটনা প্রায়শই ঘটে।

কিন্তু ভয়ে বা সামাজিক সম্মানের কারণে অনেকেই বিষয়টি প্রকাশ করতে চায় না। আজকের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করলেও তারা মনে করেন, স্থায়ীভাবে এ সমস্যার সমাধান প্রয়োজন। মৌলভীবাজার মডেল থানার এসআই পবিত্র শেখর দাস বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “নারীদের ইভটিজিংয়ের অভিযোগে দুই কিশোরকে আটক করে থানায় আনা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, শুধু পুলিশের পদক্ষেপেই এ সমস্যা সমাধান সম্ভব নয়। পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজ ও স্থানীয় প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। তারা বলেন, ইভটিজিং কোনো সাধারণ দুষ্টুমি নয়—এটি নারী নির্যাতনেরই একটি রূপ। এটি শুধু ভুক্তভোগীর মানসিক ক্ষতি করে না, বরং সমাজে অস্থিরতা তৈরি করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version