নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (চঈঈ) এর আয়োজনে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্পের আওতায় পরিবেশ সচেতনতা বিষয়ক এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে দুর্গাপুর ইউনিয়নের সীমান্তবর্তী লক্ষীপুর গ্রামে গ্রামীণ ঐতিহ্যবাহী জারিগানের সুরে ও আলোচনার মাধ্যমে স্থানীয় জনগণকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা হয়।
পরবর্তীতে আলোচনা সভায় উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাশ এর সভাপতিত্বে এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সভাপতি দোলন হাজং এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের নির্বাহী পরিচালক সিলভেস্টার গমেজ। বিশেষ অতিথি ছিলেন ম্যানেজার মৌসুমি মজুমদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক এবং বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক নয়ন হাজং প্রমুখ।
স্থানীয় এক প্রবীণ জানান, আমরা দীর্ঘদিন ধরে পরিবেশকে অবহেলা করেছি। এখন এই কার্যক্রম আমাদের মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির প্রতি আমাদেরও দায়িত্বশীল হওয়ার গুরুত্ব।
আয়োজকরা জানান, গান ও আলোচনার এই আয়োজনের মাধ্যমে পরিবেশ সচেতনতার বীজ বপন করাই আমাদের মূল লক্ষ্য। সঙ্গীতের ভাষায় তারা মানুষকে অনুপ্রাণিত করেছেন। এতে বেশ সাড়া এলাকাতে।