নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ আগস্ট নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনে ২০ শতাংশ নারী কাউন্সিলর অন্তর্ভুক্ত করা না করায় এবং নারী কাউন্সিলর অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১২টায় নেত্রকোনা পৌরসভার সমানের সড়কে বাংলাদেশে জাতীয়তাবাদী মহিলা দল নেত্রকোনা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় কমিটি মহিলা দলের ( ময়মনসিংহ বিভাগ) সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি ড. আরিফা জেসমিন নাহিনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
প্রতিবাদ ও বিক্ষোভে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা মহিলা দলের সহ-সভাপতি পারভিন আক্তার, রেখা আক্তার, হাজরা বেগম, মাহমুদা আক্তার, জলি আক্তার ও মহিলা দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেত্রীবৃন্দ।
বক্তারা বলেন, বিগত আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা জেল জুলুমের অত্যাচারের শিকার হয়েছি। কিন্তু আমাদেরকে সঠিক মূল্যায়ন না করে নেত্রকোনা জেলা বিএনপি’র আহবায়ক আনোয়ারুল হক তার মন মতো পকেট কমিটির দ্বারা সম্মেলনের আয়োজন করেছে। যেখানে ২০ শতাংশ নারী কাউন্সিলর থাকার কথা সেখানে এক শতাংশ নারী কাউন্সিলর নাই। তাই আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের কাছে দাবি একটাই ২০ শতাংশ নারী কাউন্সিলরকে অন্তর্ভুক্ত করে নেত্রকোনা জেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠান করার আহবান জানান বক্তারা।