স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল ২৫ আগস্ট (সোমবার) সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত। নির্বাচন কমিশনার একে কুদরত পাশা ও ফজলুল করিম সাইদ এ সময় উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক পদে আমিনুল হক (যার ভোটার নম্বর ০২) ।
তিনি তার পারিবারিক সমস্যার কারণে তার মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে জানান। সভাপতি পদে দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর ও দৈনিক কালেরকণ্ঠ জেলা প্রতিনিধি শামস শামীম। সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ এর দিলাল আহমদ, দৈনিক আমার দেশ এর জসিম উদ্দিন নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন। এছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন সহসভাপতি পদে সেলিম আহমদ তালুকদার ও কামরুল হাসান চৌধুরী ।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলাম ও শাহরিয়ার সুমন, অর্থ সম্পাদক পদে লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক পদে মনোয়ার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমান, নির্বাহী সদস্য পদে আনিছুজ্জামান চৌধুরী, আশিকুর রহমান পীর, শহীদনূর আহমেদ ও মাসুম হেলাল রয়েছেন। ৩১ আগস্ট (সকাল ১০টা – দুপুর ২টা): ভোটগ্রহণ, ৩১ আগস্ট (দুপুর ২টা – বিকেল ৫টা): ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে।