দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মৌলভীবাজার প্রতিনিধি:

দীর্ঘদিন পর মৌলভীবাজার পৌর বিএনপি’র তৃণমূল পর্যায়ে আনুষ্ঠানিক কাউন্সিল অনুষ্ঠিত হলো। সোমবার (২৫শে আগস্ট) বিকেলে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কাউন্সিলকে ঘিরে সকলের মধ্যে উৎসবমুখর পরিবেশ। দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে, যেখানে পৌর বিএনপি’র ১, ২, ৩ ও ৭ নং ওয়ার্ডের নেতৃত্ব গোপন ব্যালটের মাধ্যমে নির্ধারণ করা হয়।

কাউন্সিলে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ২৫ জন প্রার্থী অংশগ্রহণ করে প্রতিদ্বন্দ্বিতায়। মোট ভোটার ছিলেন-২৮৪ জন। দীর্ঘ প্রস্তুতি ও প্রতীক্ষার পর দলীয় কর্মীদের সক্রিয় অংশগ্রহণে চারটি ওয়ার্ডে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। ফলাফলে— ১ নং ওয়ার্ড: সভাপতি মোর্শেদ চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জারাজিস খাঁন জুবের।

২ নং ওয়ার্ড: সভাপতি এইচ এম সফিকুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসউদ। ৩ নং ওয়ার্ড: সভাপতি মাসুম আহমদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাবলু, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান ঝুনু। ৭ নং ওয়ার্ড: সভাপতি মো. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক আজিজ খাঁন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হুমায়ুন আহমেদ।

কাউন্সিলে সভাপতিত্ব করেন পৌর বিএনপি’র আহ্বায়ক সৈয়দ মমশাদ আহমদ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন। জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন,আজকের এই প্রাণবন্ত কাউন্সিল প্রমাণ করে দিয়েছে বিএনপি এখনও তৃণমূল পর্যায়ে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত। গণতন্ত্রের লড়াই এবং ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তৃণমূলের ঐক্যই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি’র বিজয় নিশ্চিত করতে হলে প্রতিটি ওয়ার্ড থেকে নেতৃত্বকে মাঠে নামতে হবে। নির্বাচন নিয়ে সকল ষড়যন্ত্র আমরা রুখে দেবো—জনগণের শক্তিই হবে আমাদের হাতিয়ার। এই ঐক্য অটুট থাকলে দলীয় প্রার্থীকে বিজয়ী করা কোন কঠিন কিছু নয়।”

“ সকল ভেদাভেদ ভুলে মিলেমিশে আসুন সুদৃঢ় ঐক্য গড়ে তুলি বিএনপি’র পুনর্গঠন কার্যক্রমকে শক্তিশালী করি।” জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন,“সুদৃঢ় ঐক্য যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে পারে। আজ মৌলভীবাজার পৌর বিএনপি’র এই কাউন্সিল থেকে আমরা শপথ নিচ্ছি আগামী জাতীয় নির্বাচন নিয়ে যতো ষড়যন্ত্রই হোক না কেন, ঐক্যবদ্ধ বিএনপি তা শক্ত হাতে প্রতিহত করবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য আমাদের যে প্রার্থী মাঠে নামবেন, তাকে বিজয়ী করতে হবে। আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনী প্রচারণা—সব কিছুতে ঐক্যবদ্ধের বিকল্প নাই। আজ সময় এসেছে ব্যক্তিগত মতভেদ ভুলে গিয়ে কেবল দলের স্বার্থে এক কাতারে দাঁড়ানোর।

এই ঐক্যই আগামী দিনের বিজয়ের চাবিকাঠি।” কাউন্সিলে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। উপস্থিত ছিলেন–জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকী, এড.সুনীল কুমার দাশ, বকসী মিছবাউর রহমান,শ্যামলী সুত্রধর, সদর উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপি’র সদস্য মো. ফখরুল ইসলাম,আবুল কালাম বেলাল,মাহমুদুর রহমান,স্বাগত কিশোর দাশ চৌধুরী, সালাহ্ উদ্দিন সেলিম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত,যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসহাক চৌধুরী মামনুন, সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সৈয়দ মমশাদ আহমদ, নির্বাচন কমিশনার ছিলেন মনোয়ার আহমেদ রহমান, সরোয়ার মজুমদার ইমন ও প্রিসাইডিং অফিসার ছিলেন মো.সোহরাব হোসেন প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version