আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়া উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান নেত্রকোনা সরকারি কলেজের সাবেক জি.এস. আটপাড়া উপজেলা বিএনপির সাবেক নেতা মরহুম জহিরুল ইসলাম খান মাজুর দশম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের আজকের এইদিনে তিনি মৃত্য্যুবরণ করেন।
তাঁর মৃত্যুবার্ষিকীতে আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ও উপজেলা প্রেসক্লাব আটপাড়া শ্রদ্ধা জানিয়েছেন ।
মরহুম জহিরুল ইসলাম মাজুর একমাত্র পুত্র ২০১৯ সালের পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচনে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী তৌছিফুল ইসলাম তৌসিফ তাঁর বাবার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। মরহুম জহিরুল ইসলাম মাজু আটপাড়া উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত, এবং নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।