ইবি প্রতিনিধি:
Islamic University, Bangladesh (ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ) নামে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি)অফিসিয়াল ফেসবুক পেইজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ পেইজের উদ্বোধন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো সম্বলিত অননুমোদিত ভুয়া পেইজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড.শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী ও আইসিটি সেলের সহকারী পরিচালক অধ্যাপক ড. শরিফুল ইসলাম এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক সাহেদ হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে চালু ভুয়া পেইজগুলোর অপসারণ কেবল সরকারের পক্ষেই সম্ভব। সাংবাদিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সকলের দায়িত্ব হলো, উদ্বোধনকৃত অফিসিয়াল পেইজটিতে ফলো দেওয়া। ফলোয়ার যত বাড়বে তত বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নামে সকল অননুমোদিত পেইজ বন্ধের জন্য আজ অফিসিয়ালি প্রজ্ঞাপন জারি করা হবে।’
উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘অফিসিয়াল পেইজ না হলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়; বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশনের সুযোগ অন্যরা নিতে পারে, যার অনেক খারাপ ফলাফল রয়েছে। এই সুযোগ বন্ধ করার জন্য আমরা আজ অফিসিয়াল ফেসবুক পেইজের উদ্বোধন করছি। এটিকে বিশ্ববিদ্যালয়ের অথেন্টিক পেজ হিসেবে গ্রহণের জন্য উপস্থিত সাংবাদিকদের অনুরোধ জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামে যারা অননুমোদিত বা ভুয়া পেজ ব্যবহার করছেন, তাদের বিরুদ্ধে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মত আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি সিন্ডিকেটের মাধ্যমে নিশ্চিত করা হবে। ভুয়া পেইজের অ্যাডমিন এবং যারা পেইজগুলো ব্যবহার করে লাইভে যায়, তাদের বিস্তারিত তথ্য আইসিটি সেলে দেয়ার জন্য সাংবাদিকদের পরামর্শ দেন তিনি।’
উদ্বোধনকৃত ফেসবুক পেইজের লিঙ্ক https://www.facebook.com/share/1BEPyTQUm2/।