নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮ আগষ্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর এই সব অনুষ্ঠানের আয়োজন করে।
মৎস্য সপ্তাহ উপলক্ষে সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা অপরাজিতা রায় এর সভাপতিত্বে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত কৃষি অফিসার আবদুল্লাহ আল মাহমুদুন নূর, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খান, সাংবাদিক হাবিবুর রহমান ও মৎস্য চাষীবৃন্দ।
অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।