দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: বাংলাদশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগর সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভাকট শাহ্ ওয়ারছ আলী মামুন বলন, বিএনপি এদেশের মাটি ও মানুষর দল। বিএনপি সব সময় এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের ভাগ্য উনয়নের জন্য রাজনীতি করে আসছে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় এসে বিএনপিসহ বিরোধী মত দমন করতে অত্যাচার, নির্যাতন, মামলা, হামলা, অপহরণ, গুম, খুনের পথ বেঁচে নেয়।

তিনি আরও তিনি বলেন, বিগত ১৭ বছর দেশে বাক স্বাধীনতা ও গণতন্ত্র ছিল না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে এসেছে। এরই ধারাবাহিকতায় ছাত্র জনতা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। স্বৈরাচারের পতন হলও এখনও দেশ গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরে আসেনি। পতিত স্বৈরাচার ভারতের মাটিতে বসে অফিস খুলে দেশ বিরোধী নানা ধরনের ষড়ষন্ত্র করছে। ফ্যাসিবাদ যাতে আর কোন দিন এদেশে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তার জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরো বলেন, জাতীয় সংসদের নির্বাচন তফসিল ঘোষণা পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কোন প্রকার ভুল করা যাবে না। দেশের মানুষ যদি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পায়। তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে।

তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে তৃনমুল পর্যায়ে দলকে সুসংগঠিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

সোমবার (১১ আগস্ট) দুপুরে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়ায় পাবলিক হলে সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থাপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মা. আনায়ারুল হক।

নেত্রকোনা সদর উপজেলা বিএনপির আহবায়ক মো. মজিবুর রহমান খানর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. তাজজুল ইসলাম ফারাস সুজাতের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ বিভাগর সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপি কেদ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী, জেলা বিএনপির সদস্য সচিব ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. রফিকুল ইসলাম হিলালী, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. খোরশেদ মিয়া আলম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভাকট ড. আরিফা জসমিন নাহীন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযাদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মাহফুজুল হক, যুগ্ম আহবায়ক অ্যাডভাকট আমিনুল হক খান মুকুল, বজলুর রহমান পাঠান, এস এম মনিরুজ্জামান দুদু, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদর সুজা প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে বারোটি ইউনিয়নের কাউন্সিলরগণ সরাসরি ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে সভাপতি পদে মো. মজিবুর রহমান খান এবং তাজ উদ্দিন ফারাস সেন্টু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version