ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদের অন্তর্গত ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে বিভাগটির হলরুমে এ অনুষ্ঠান শুরু হয়। এতে বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরিন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন, বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, জেসমিন আক্তার, প্রভাষক ইয়ামিন মাসুম, নাসির মিয়াসহ প্রায় দুইশতাধিক শিক্ষার্থীও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল, ব্যাগ ও কলম দিয়ে বরণ করা হয়। এরপর একে একে শিক্ষকদের স্বাগত বক্তব্য, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের বক্তব্য প্রদান করা হয়। সবশেষে অতিথিবৃন্দের বক্তব্য এবং সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে প্রথম পর্ব সমাপ্ত হয়। এরপর শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা গান ও নিত্য পরিবেশন করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শেলিনা নাসরিন বলেন, “ব্যবসায় অনুষদের যাত্রা শুরু হয় মাত্র দুইটি বিভাগ — হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ নিয়ে। বর্তমানে ছয়টি বিভাগ কার্যক্রম পরিচালনা করছে। এই যাত্রাটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং, কিন্তু সেগুলো মোকাবিলা করে আজ এই অনুষদ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম একটি মর্যাদাপূর্ণ জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে।”
সভাপতির বক্তব্যে শরিফুল ইসলাম জুয়েল বলেন, “আমাদের বিভাগ ২০১৭-১৮ শিক্ষাবর্ষে যাত্রা শুরু করে। বর্তমানে দুই ব্যাচ গ্র্যাজুয়েশন সম্পন্ন করে কর্মজীবনে রয়েছেন। তারা সদ্য গ্র্যাজুয়েট হয়েও অল্প সময়ের মধ্যে বাজারে ভালো অবস্থান অর্জন করেছেন। অনুষদের অন্যান্য বিভাগের সঙ্গে তুলনা করলে ট্যুরিজম বিভাগ সন্তোষজনক অবস্থানে রয়েছে। আমাদের বিভাগ পুরো বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত সুনামের সঙ্গে তার স্বাতন্ত্র্য বজায় রেখেছে। আমরা আশা করি, বর্তমান নবীন শিক্ষার্থীরাও আমাদের এই সুনাম ধরে রাখবেন।”