কে. এম. সাখাওয়াত হোসেন: পৃথক দুটি অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪ (সিপিসি-২) এর কিশোরগঞ্জ ক্যাম্প।
গ্রেফতারকৃত দুজন হলেন- আরিফ খান (৪০) ও দেলোয়ার হোসেন ওরেফে জয়নাল(৪০)। তারা দুজন কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা পৃথক দুটি বিস্ফোরক আইনে রুজুকৃত মামলার আসামি।
সোমবার (৪ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এতথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার।
র্যাব জানায়, গত রবিবার রাত সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ সদর থানাধীন কাটাবাড়িয়া এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়। এ অভিযোনে গত বছরে ৯ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি আরিফ খানকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, পৃথক আরেক অভিযানে দেলোয়ার হোসেন ওরেফে জয়নালকে গ্রেফতার কর হয়। তাকে কিশোরগঞ্জ সদর থানাধীন রেল স্টেশন রোড এলাকা থেকে গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে গ্রেফতার করা হয়। তিনিও গত বছরের ১২ সেপ্টেম্বর আরেক বিস্ফোরক আইনে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি।
গ্রেফতারকৃত দুজন আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কিশোরগঞ্জ জেলার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।