দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

জবি প্রতিনিধি :

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)– জবি শাখা। তাই তারা অবিলম্বে জকসু নির্বাচনের দাবিতে উপচার্য বারাবর স্মারকলিপি প্রদান করেছেন। আজ শনিবার (৩ আগস্ট) ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর জবি শাখার সমন্বয়ক মো. তাওহীদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বারকলিপিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ অনুযায়ী ছাত্র সংসদ (জকসু) গঠন বাধ্যতামূলক হলেও দীর্ঘদিন ধরে তা কার্যকর করা হয়নি। এর ফলে শিক্ষার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক শিক্ষাপরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর দাবি, অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল ঘোষণা এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে তারা বৃহত্তর ছাত্র আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।

স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয়, ছাত্র সংসদ শুধু একটি নির্বাচন নয়, এটি ছাত্রদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক নেতৃত্ব বিকাশের ক্ষেত্র। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও প্রতিনিধি নির্বাচনের অধিকার রয়েছে। এ অধিকার ফিরিয়ে দিতে প্রশাসনকে দ্রুত উদ্যোগ নিতে হবে। কারণ বিশ্ববিদ্যালয়ে কার্যকর ছাত্র অধিকার ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে অবিলম্বে জকসু নির্বাচনের বিকল্প নেই।

তাই তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন যাতে দ্রুততম সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা হয় এবং দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানাচ্ছে। উল্লেখ্য, স্মারকলিপিটি উপাচার্যের দপ্তরে জমা দেওয়ার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা গ্রহণ করে এবং এ সংক্রান্ত বিষয়ে যথাযথ প্রক্রিয়ায় আলোচনার আশ্বাস দেয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version