নিজস্ব প্রতিবেদক: এক লক্ষ ১৬ ভারতীয় ব্লেডসহ দুজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে ময়মনসিংহের র্যাব-১৪ (সিপিএসসি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ ৮০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম সেকুল (৪২) ও মো. আজিজুল হাকিম সরকার (৩৮)। তারা দুজনের নেত্রকোনা জেলার বাসিন্দা।
শনিবার (২ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য র্যাবের মিডিয়া অফিসার।
এরআগে একই দিন সকাল সোয়া ৮টার দিকে দুই চোরাকারবারিকে ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ টোল প্লাজা সংলগ্ন স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের সামনে পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করে র্যাব।
র্যাব জানায়, শম্ভুগঞ্জ টোল প্লাজা সংলগ্ন স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের সামনে পাকা রাস্তার উপর র্যাবের নিয়মিত টহলের একটি দল পৌঁছালে দেখতে পায় একটি বাস হতে দুজন ব্যক্তি চারটি বস্তা ধরাধরি করে নামিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে আছে এবং তাদের গতিবিধি সন্দেহজনক ছিল। টহল দলটির উপস্থিতি টের পেয়ে দুজন ব্যক্তি বস্তা রেখেই পালানোর চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় র্যাব।
র্যাব আরও জানায়, আটককৃত দুজনকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বস্তায় থাকা মালামাল ভারতীয় ব্লেড বলে স্বীকার করে। তারা চোরাই পথে এসব ব্লেড বাংলাদেশে এনেছে। চারটি বস্তায় চারশো কার্টুনে প্রতি কার্টুনে ৫৮টি প্যাকেট এবং পাঁচটি করে প্রতি প্যাকেটে মোট এক লক্ষ ১৬ হাজার পিস ব্লেড জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষ ৮০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবত ভারতীয় ব্লেড শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে এনে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ ও স্থানান্তর করে আসতেছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মামলা দায়ের পূর্বক আলামতসহ সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ জানানো হয়েছে।