নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
বুধবার (৩০ জুলাই) দুপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে কলমাকান্দা উপজেলার মাধ্যমিক স্কুলের ১৬ জন শ্রেষ্ঠ শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে নগদ ১০ হাজার টাকার চেক ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) স্বপ্না রানী সরকার।
এতে বক্তব্য রাখেন রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিয়াকত আলী খান, সহকারী পরিচালক (এলইডিপি) জাহাঙ্গীর আলম খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলাম, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, কলমাকান্দা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম মামুন প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম ও সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান, সাংবাদিকবৃন্দসহ উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
প্রধান অতিথি ফাইযুল ওয়াসীমা নাহাত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা দেশের ভবিষ্যৎ। সৎ, দক্ষ ও মানবিক মানুষ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার জন্য নিজেকে তৈরি করতে হবে।
সভাপতির বক্তব্যে স্বপ্না রানী সরকার বলেন, শিক্ষার মানোন্নয়নে তোমাদের এগিয়ে আসতে হবে। আজ যারা পুরস্কার পেল, তারা যেন আরও অনুপ্রাণিত হয় এবং অন্যদের জন্য উদাহরণ হয়ে দাঁড়ায়।
অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মুহূর্তে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।
উল্লেখ্য, পুরস্কারপ্রাপ্ত ১৬ জন শিক্ষার্থীর মধ্যে বেশ কয়েকজন জেলার মেধাবী শিক্ষার্থী হিসেবে ইতোমধ্যেই সুনাম কুড়িয়েছেন। এই পুরস্কার তাদের শিক্ষাজীবনকে আরও এগিয়ে নিতে প্রেরণা যোগাবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।