দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে দিনাজপুরের হাকিমপুর হিলি এলাকা থেকে দিনাজপুর ৬ আসনে তৃণমূল বিএনপি থেকে বিগত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী মোফাজ্জল হোসেন ওরফে বস্তা মোফা (৪৫) বিপুল পরিমাণ ইয়াবা তার সহযোগী সহ আটক হয়েছে।
দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, ২৪ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলাস্থ চুড়িপট্টি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ ২ জন কারবারিকে আটক করা হয়।
এসময়, তাদের কাছ থেকে ৬০০ পিস্ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত হাতেম আলীর ছেলে মোফাজ্জল হোসেন মোফা (৪৫) ও একই এলাকার মৃত আজিজুল হকের ছেলে পাপ্পু রহমান (২৪)।
এ বিষয়ে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের ইন্সপেক্টর আব্দুর রহমান এর নিকট বিস্তারিত জানতে চাইলে, তিনি বলেন ২৪ জুলাই (বৃহস্পতিবার) গোপন সংবাদের ভিত্তিতে আমার জানতে পারি যে, মাদক কারবারি পাপ্পুর রহমানের বাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান লেনদেন হচ্ছে। সেই সাংবাদিক ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ টীম ও পার্শ্ববর্তী বিজিবি ক্যাম্পের সদস্যদের সহযোগিতা নিয়ে হাকিমপুর হিলি উপজেলার বাসুদেবপুরস্থ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মাদক কারবারি পাপ্পু তার বাড়ি থেকে পালাতে চাইলে, তাকে আটক করা হয় ও তার দেহ থেকে ৪০০ পিস্ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঐ বাড়িতেই অবস্থানকারী মোফাজ্জল হোসেন ওরফে বস্তা মোফার শরীর থেকে আরো ২০০ পিস্ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত কারবারিদের মধ্যে মোফাজ্জল হোসেন মোফা বিগত জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে তৃণমূল বিএনপি’র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন বলে স্থানীয়দের বরাতে জানা যায়। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানা গিয়াছে যে, মাদক কারবারি মোফা দীর্ঘদিন ধরে বস্তা ব্যবসার আড়ালে মাদক সিন্ডিকেট পরিচালনা করে আসছেন।
আটককৃত কারবারিদের বিরুদ্ধে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সংশ্লিষ্ট থানায় তাদেরকে হস্তান্তর করা হয়েছে। হাকিমপুর থানা বিধি মোতাবেক আসামিদেরকে আদালতে প্রেরণ করে। বিজ্ঞ আদালত আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করেছেন বলে নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ আব্দুর রহমান।