ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুতে শিক্ষার্থীদের দাবির মুখে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।রবিবার(২০জুলাই)বিকাল পাঁচটার দিকে নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান।
নিরাপত্তা জোরদারের ক্ষেত্রে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পর্যাপ্ত লাইটিং, বিশ্ববিদ্যালয়ের থানা গেটে পুলিশ নিয়োগ, দুই পকেট গেটে ২৪ ঘণ্টা আনসারের পাহারা, সিসিটিভি ক্যামেরা স্থাপনের চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে প্রকৌশলী দ্বারা আরো বিভিন্ন পয়েন্ট নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড.শাহীনুজ্জামান বলেন,
‘লালন শাহ হল ও শাহ আজিজুর রহমান হল পকেট গেটে ২৪ ঘন্টা গেটে দুইজন আনসার দেওয়া হয়েছে। থানা গেটে পুলিশ ফোর্স ডেপ্লয় করা আছে, ওরা সকাল থেকে রাত ১২টা পর্যন্ত থাকবে।গতকালকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ৬টা ফ্লাড লাইট, ফোর্টি ওয়ান স্ট্রিট লাইট লাগানো হয়েছে ।এটা চলমান প্রক্রিয়া আজকেও লাইট লাগানো হবে। পুকুর পাড়ের পাশে ও জিমনেসিয়ামের পাশেসহ আরো ১০-১২ টি পয়েন্টে লাইট লাগানো হয়েছে। সিসিটিভি ক্যামেরা স্থাপন চলমান ছিল এর পরেও আজকে ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ান আসছিল আরো কোথায় কোথায় ক্যামেরা স্থাপন করতে হবে জরিপ করেছে। রাতে টহল বাড়ানো হয়েছে, ২৪ ঘণ্টা মনিটরিং করতেছে এবং আমি নিজেও রাত ২/৩ পর্যন্ত টহল দিয়েছি।’
এদিকে গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলে চারটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেন হল প্রশাসন।
প্রসঙ্গত, গত ১৭ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৬ টার দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে সাজিদ আব্দুল্লাহর মরদেহ ভেসে থাকতে দেখে শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা ও ইবি থানা পুলিশ সদস্যদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়। সাজিদ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহীদ জিয়াউর রহমান হলের ১০৯ নং রুমে থাকতেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়।