ইবি প্রতিনিধি:
শিক্ষার্থীদের দাবি’র মুখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের গেটে চারটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছেন হল প্রভোস্ট ড. আব্দুল গফুর গাজী। শনিবার (১৯জুলাই) বিকাল পাঁচ দিকে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়টি নিশ্চিত করেন তিনি।
এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, ‘গত ১৭ জুলাইয়ের ঘটনায় ৩য় বর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর অকাল মৃত্যুতে শহীদ জিয়াউর রহমান হলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার, সহপাঠী সবার প্রতি সমবেদনা জানাচ্ছি। হল প্রশাসনের পক্ষ থেকে আগামী রবিবারের মধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন করব বলে নিশ্চিত করেছিলাম। রবিবারের আগেই স্থাপন করেছি। আরও সমস্যাগুলো সমাধান করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সাজিদ আব্দুল্লাহ’র আকস্মিক মৃত্যুতে আমরা হল প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছি।’
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৬টার দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে সাজিদ আব্দুল্লাহর মরদেহ ভেসে থাকতে দেখে শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৬ টার দিকে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা ও ইবি থানা পুলিশ সদস্যদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করা হয়। সাজিদ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহিদ জিয়াউর রহমান হলের ১০৯ নং রুমে থাকতেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায়। সাজিদ আব্দুল্লাহর মৃত্যু নিয়ে অনেকের মনে উঠেছে নানা প্রশ্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। শিক্ষক ও শিক্ষার্থীরা ফেসবুকে পোস্ট দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন। ইতোমধ্যে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শহীদ জিয়াউর রহমান হল কর্তৃপক্ষ আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করেছে।