ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র বর্ষাযাপন ও নবীনবরণ ১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডোর এ আয়োজন করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আজীবন সদস্য, শেখ পাড়া শাখা সোনালী ব্যাংকের কর্মকর্তা রেজাউল করিম বিপ্লব, আজীবন সদস্য ও সাবেক সভাপতি গোলাম রব্বানী। বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মাজেদ সাগর, আজীবন সদস্য আবু রায়হান, নিরব বিশ্বাস, আবদিম মুনিব ও জান্নাতুন ইসবা বিথী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনের বর্তমান সভাপতি নওশীন পর্ণিনী সুম্মা।
অনুষ্ঠানটি জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয়। এসময় নবীনদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেয় সংগঠনটি।নবীন প্রবীণ সবার কণ্ঠে কবিতা আবৃত্তির মাধ্যমে বর্ষা উদযাপন করেন তারা এবং উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।