দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) “সুপার পরিকল্পনায় স্মার্ট পরিবার, নিশ্চিত হোক সুখময় আগামীর অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মিজানুর রহমান।

আলোচনায় বক্তারা বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা শুধু একটি স্বাস্থ্য ইস্যু নয়, বরং এটি দেশের সামগ্রিক উন্নয়ন ও টেকসই ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তারা বলেন, যুবসমাজকে সচেতন করে পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

এসময় জনসেবায় বিশেষ অবদান রাখার জন্য কয়েকজন স্বাস্থ্যকর্মীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার অলক সিংহ, মেডিকেল অফিসার (এসসিএইচএফপি) বিজয় প্রকাশ, মিথি নংমিন, দিলিপ সরকার এবং প্রতিমা রানি পন্ডিত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী ও সুধীজন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version