দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

টিডিসি রিপোর্টঃ

মিডফোর্ডে যুবদল নেতাকর্মী কর্তৃক ব্যবসায়ী হত্যার প্রতিবাদে গোপালগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। আজ শনিবার (১২ জুলাই) দুপুর ৩টায় মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কলেজের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

মিছিলে শিক্ষার্থীরা, “জ্বলোরে জ্বলো, আগুন জ্বালো চাঁদাবাজের বিরুদ্ধে, আগুন জ্বালো একসাথে”, “সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না”, “চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না”, “বিএনপির অনেক গুণ, দশ মাসে দেড় শত খুন”, “মিডফোর্ডে হত্যা কেন? প্রশাসন জবাব চাই” ইত্যাদি স্লোগান দেন। বিক্ষোভ মিছিলে গোপালগঞ্জ মেডিকেল কলেজের দশম ব্যাচের শিক্ষার্থী তাসনিম হোসেন সিয়াম তার বক্তৃতায় বলেন, “আমরা জুলাই-আগস্টে অভ্যুত্থান করেছিলাম নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য।

কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, গত দশ মাসে নিজেদেরকে ক্ষমতার কাছাকাছি ভাবা একটি দল দেশজুড়ে ভয়াবহ খুন, ধর্ষণ এবং চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। আপনারা জানেন, গত দুই দিন পূর্বে ঢাকার মিডফোর্ডে এক ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে যুবদল সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে পাথর মেরে হত্যা করে। শুধু এখানেই ক্ষান্ত হয়নি— যুবদলের সেই খুনিরা ২৮শে অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডব এবং লাশের উপর নৃত্যের জাহেলিয়াতকেও ছাড়িয়ে গেছে।

তারা ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করে লাশ ঘিরে বুনো উল্লাসে মেতে ওঠে, যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানায়। বিএনপি গত দশ মাসে দেড় শত খুন করেছে, শতাধিক ধর্ষণ করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই— বিএনপির সন্ত্রাসকে এখনই থামাতে হবে, এখনই চাঁদাবাজি বন্ধ করতে হবে।

ইন্টারিম সরকারকে আহ্বান জানিয়ে আরও বলেন, “এই খুনী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা উক্ত ঘটনা সহ গত দশ মাসে বিএনপি ও তার অঙ্গসংগঠন কর্তৃক সংঘটিত সকল খুন, ধর্ষণ ও সন্ত্রাসের বিচার চাই।

আগামীর বাংলাদেশ চলবে জুলাই জনতার ম্যান্ডেটে। নতুন বাংলাদেশের যে স্বপ্ন মানুষ দেখেছিল, সেটিকে বাস্তবায়ন করতে হবে।” দশম ব্যাচের শিক্ষার্থী তাসনুভা জাহান তাইয়্যেবা যুবদল কর্তৃক প্রস্তরাঘাতে ব্যবসায়ী হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান এবং দ্রুত বিচারের দাবি করেন। চাঁদাবাজদের বিরুদ্ধে সদা সোচ্চার থাকতে শিক্ষার্থী সমাজসহ দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version