নিজস্ব প্রতিবেদক: রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে নির্মমভাবে হত্যার প্রতিবাদে নেত্রকোনায় ‘দি ভয়েজ নেত্রকোনা’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (১২ জুলাই) সকালের দিকে বিক্ষোভ মিছিলটি নেত্রকোনা পৌরশহরের কেন্দ্রীয় শহীদ মিনার মোড় থেকে শুরু হয়ে জেলা প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশের বক্তব্য রাখেন, শিক্ষার্থী আল মামুন, শামীম আহম্মেদ, আসাদ হোসেন সহ অন্যরা।
বক্তারা বলেন, গত ৯ জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করা হয়। হত্যায় জড়িতদের সবউচ্চ শাস্তির দাবী জানান তারা।