গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফলে ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় উপজেলায় শীর্ষ অবস্থানে ও ২য় অবস্থানে রয়েছে উপজেলার আরেক প্রতিষ্ঠান আল হেলাল ইসলামী স্কুল এন্ড কলেজ শিক্ষা অফিস ও বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্যে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবারে ১৮৭জন পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ০১জন অকৃতকার্য হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১২১জন শিক্ষার্থী, বিদ্যালয়ে পাশের হার ৯৯.৪৭%।
অপর দিকে ২ য় স্থানে থাকা উপজেলা সদরের আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজ থেকে ২১২জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২০৬জন অকৃতকার্য হয়েছে ০৬জন এবং ৯৩জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে,বিদ্যালয়ের পাশের হার ৯৭.১৭%।