কে. এম. সাখাওয়াত হোসেন: ময়মনসিংহের র্যাব-১৪ (সিপিএসসি) ও গাজীপুরের র্যাব-১ (সিসিএসসি) এর যৌথ অভিযানে হুমায়ুন কবির (৩২) হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. রাশিদুল ইসলাম রানা ওরফে রাসুকে (২২) গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মো. রাশিদুল ইসলাম রানা ওরফে রাসু ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার সোনাকান্দি গ্রামের মো. শামসুল হকের ছেলে। তাকে গাজীপুর মহানগরীর সদর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে প্রেরিত ময়মনসিংহ র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান মিডিয়া অফিসার।
র্যাব জানায়, গত ১৩ জুন অনুমান সন্ধ্যা ৬টার দিকে ভুক্তভোগী হুমায়ুন কবির পাচার বাজার যাওয়ার সময় গৌরীপুরের সহনাটি শাহগঞ্জ ইউনিয়নের সোনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাকা রাস্তা সংলগ্ন জনৈক তারা মিয়ার চায়ের দোকানের সামনে পুর্ব বিরোধের জেরে বিবাদীরা ভুক্তভোগীর পথরোধ করে। পরে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারী কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকের উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষন করেন।
র্যাব আরো জানায়, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. খাইয়ুম মিয়া বাদী হয়ে গৌরীপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে র্যাব-১৪ (সিপিএসসি) ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গৌরীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।