নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে খুন হন আবুল কালাম (৩৬)। এ হত্যা মামলার এজাহারনামীয় আসামি এমদাদুলকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১৪।
গ্রেফতারকৃত এমাদাদুল কেন্দুয়ার ব্রাহ্মণজাত গ্রামের আতিক মিয়ার ছেলে। তাকে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান মিডিয়া অফিসার।
র্যাব জানায়, গত ১৭ মে রাত অনুমান পৌনে ৮টার দিকে আইথর গ্রামের সেনবাড়ী মোড়স্থ জনৈক নেপালের চায়ের দোকানের সামনে মামলা বিবাদীরা জমি সংক্রান্ত বিরোধের জেরে ভুক্তভোগী আবুল কালামকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিঠ করে গুরুতর রক্তাক্ত জখম করেন। গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে প্রথমে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সেখানাকার কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে একই দিনগত রাত আনুমানিক ১২টা দিকে মমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কালাম।
র্যাব আরো জানায়, এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মোছা. নাজমহল আক্তার (৩৫) বাদী হয়ে কেন্দুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে ময়মনসিংহ র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং জড়িতদের আইনে আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় এ হত্যা মামলার এজাহারনামীয় আসামি এমদাদুলকে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।