নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় সোয়া ১৪ কেজি গাঁজাসহ দুজন মদক কারবারিকে গ্রেফতার করেছে ময়মনসিংহের র্যাব-১৪ (সিপিএসসি)। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য দুই লক্ষ ৮৫ হাজার টাকা।
গ্রেফতারকৃত দুই মাদক কারবারি হলেন- আব্দুল আলিমের ছেলে রাশেদ খান (২২) ও সেলিম ভুঁইয়ার ছেলে মো. আশিক (২৪)। তারা দুজনে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানাধীন সৈয়দাবাদ গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর দেড়টার দিকে ময়মনসিংহের র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান মিডিয়া অফিসার।
এরআগে গত বুধবার আনুমানিক রাত ৯টার দিকে নেত্রকোনার সদর থানাধীন সিংহের বাংলা ইউনিয়নের ফরিদপুর গ্রামে নুর উদ্দিন (রঃ) ক্বওমী মহিলা মাদরাসর বালক হিফজ বিভাগের সামনে অভিযান পরিচালনা করে ওই দুজন মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেফতারকৃত মাদক কারবারিদেরকে নেত্রকোনা সদর থানায় মামলা দায়ের পূর্বক আলামতসহ হস্তান্তর করা হয়েছে।