ঢাকা: আউটসোর্সিং নীতিমালা-২০২৫ এর অধীনে তিন বছরের মেয়াদে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান উইডু (Women’s Environment and Development Organization – WEDO) এর জন্য মোট ১২০টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের মধ্য থেকে নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি।
পদের তালিকা ও বিস্তারিত
১. বায়োকেমিস্ট/সহকারী বায়োকেমিস্ট
-
পদসংখ্যা: ৭০ জন
-
বেতন: বিশেষ সেবা-১ গ্রেডে ৪২,৯৭৮/- টাকা
-
যোগ্যতা:
-
এমএসসি (প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, রসায়ন, জৈব রসায়ন)
-
যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান/এনজিওতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
-
বয়সসীমা: সর্বোচ্চ ৬০ বছর
-
২. ডেটা এন্ট্রি কন্ট্রোল অফিসার
-
পদসংখ্যা: ৩০ জন
-
বেতন: বিশেষ সেবা-১ গ্রেডে ৪২,৯৭৮/- টাকা
-
যোগ্যতা:
-
এমএসসি (প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, রসায়ন, জৈব রসায়ন)
-
এনজিওতে পূর্ব অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে
-
বয়সসীমা: সর্বোচ্চ ৬০ বছর
-
৩. মাইক্রোবায়োলজিস্ট/সহকারী মাইক্রোবায়োলজিস্ট
-
পদসংখ্যা: ২০ জন
-
বেতন: বিশেষ সেবা-১ গ্রেডে ৪২,৯৭৮/- টাকা
-
যোগ্যতা:
-
এমএসসি (প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, রসায়ন, জৈব রসায়ন)
-
যেকোনো স্বীকৃত এনজিও/প্রতিষ্ঠানে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার
-
বয়সসীমা: সর্বোচ্চ ৬০ বছর
-
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা ০১ জুলাই ২০২৫ থেকে ১০ জুলাই ২০২৫ এর মধ্যে আবেদন করতে পারবেন। প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রাসঙ্গিক তথ্যসহ জীবনবৃত্তান্ত স্ক্যান কপি ই-মেইলে পাঠাতে হবে। ই-মেইল ঠিকানা: jobs2wedo@gmail.com
অতিরিক্ত নির্দেশনা:
-
আবেদনপত্রে কোনো ফি জমা দিতে হবে না এবং পরীক্ষার জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।
-
ই-মেইলের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষার সময় জানানো হবে।
-
আবেদনপত্রে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ সংযুক্ত থাকতে হবে।
-
নিয়োগ বিষয়ে বিস্তারিত তথ্য www.wedobd.net ওয়েবসাইটেও পাওয়া যাবে।
উল্লেখ্য, Women’s Environment and Development Organization (WEDO) দেশের একটি খ্যাতনামা উন্নয়নমূলক প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে নারী ও পরিবেশ উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে। এবার প্রতিষ্ঠানটি নিজস্ব কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে দক্ষ ও যোগ্য জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে।
📩 আবেদন পাঠানোর ঠিকানা:
👉 Email: jobs2wedo@gmail.com
🗓️ আবেদন শেষ সময়: ১০ জুলাই ২০২৫